স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর ছিল গৌরবদীপ্ত ভূমিকা। দেশমাতৃকার জন্য সেনাবাহিনী ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত। রাজনীতিবিদদের পাশাপাশি সামরিক নেতারা স্বাধীনতার ভিত্তিকে ক্রমান্বয়ে শক্তিশালি অবয়ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। এমন এক সময় ছিল যখন এই বাংলার মানুষ সামরিক বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক ছিলেন না। গুটি কয়েকজন বাঙালি অফিসার ছিলেন বৃটিশ ভারতীয় সামরিক বাহিনীতে। এসব অফিসারগণ কঠোর পরিশ্রম ও ত্যাগ তীতিক্ষার মাধ্যমে বাঙালি জনগোষ্ঠিকে সামরিক বাহিনীতে যোগদানের পরিবেশ তৈরি ও উদ্বুদ্ধ করেন এবং পাকিস্তানের শুরুতেই ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ নামে একটি স্বতন্ত্র রেজিমেন্ট গড়ে তোলার প্রয়াস গ্রহণ করেন। যে রেজিমেন্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদান করে এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টই ছিল মুক্তিযুদ্ধের চালিকা শক্তি।
বিশেষ করে সামরিক বাহিনীর ত্যাগী ও নির্ভিক অফিসার যারা সামরিক নেতা হিসেবে পরিচিত তাঁরা সামরিক বাহিনী গঠন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অসাধারণ অবদান রেখেছেন। এ বইয়ে সম্মুখ সারির অনন্য সাধারণ ব্যক্তিত্বদের জীবনী ও তাদের কৃতিত্বকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে।
Title | গৌরবের সেনাবাহিনী |
Author | আলহাজ্জ্ব কর্নেল (অব.) মোঃ আবদুল হক |
Publisher | খোশরোজ কিতাব মহল |
Last Edition | 1st published, 2022 |
Number of Pages | 208 |
Binding Type | হার্ডকভার |
ISBN | 9844382333 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |