বাংলাদেশ পুলিশ উত্তরাধিকার ও ব্যবস্থাপনা গ্রন্থখানি প্রকাশনার মধ্য দিয়ে আমাদের অর্ধশতাব্দীর উর্ধ্বকালের গ্রন্থপঞ্জিতে আরও একখানি দুর্লভ গ্রন্থ সংযোজিত হল।
গ্রন্থখানিতে মৌর্য আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পুলিশ বাহিনীর সকল তথ্য-উপাত্য সম্ভবমত সংযোজন করা হয়েছে। সংযোজন করা হয়েছে পুলিশ বাহিনীর ইতিহ্যাস-ঐতিহ্য। গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উপস্থাপন করা হয়েছে, পুলিশ বাহিনীর দুর্লভ প্রাচীন প্রস্তর ও তাম্রলিপির পাঠ, প্রাচীন মৌর্য আমলের পুলিশ বাহিনীর ড্রেস ও অস্ত্র, ইস্ট ইন্ডিয়া কোম্পানী ও ব্রিটিশ আমলে পুলিশ বাহিনীর ভূমিকা, পূর্ব বাংলা-আসাম-ব্রিটিশ ও পাকিস্তানের সূচনালগ্নে পুলিশ ব্যবস্থাপনা এবং বাংলাদেশ আমলে পুলিশ বাহিনীর ইতিহাস।
অপরাধ নিয়ন্ত্রণ দমন, তদন্তকরণ, অপরাধী সনাক্তকরণ, রেকর্ড সংরক্ষণ, অপরাধীদের সম্পৃক্ততা নিরুপণ, বিচারের জন্য আদালতে প্রেরণ, এবং প্রকৃত অপরাধী যেন দণ্ড লাভ করে সে পর্যন্তই পুলিশের আপাত কার্যক্রম বিস্ত্রিত। ‘দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো’ এর ব্যখ্যায় তাদের সর্ব কর্মকান্ডের এখানের সফল পরিনতি বলে অতীতে আমাদের দেশের কিছু কিছু অপরাধের দণ্ডাজ্ঞা বা সাজার ধরণের বিষয়ে কিঞ্চিত ধারণা উপস্থাপন করা হয়েছে এ সংস্করণে, যা উৎসুক পাঠকের পাঠ তৃষ্ণা মেটাবে।
লেখকের এ গ্রন্থখানি পুলিশ বাহিনীর জন্য একটি ঐতিহাসিক দলিল বা Basic Document. সে বিবেচনায় পুলিশ বাহিনীসহ পাঠকসাধারণের কাছে গ্রন্থখানি যথাযোগ্য মর্যাদা পাবে বলে আমাদের প্রত্যাশা।