মুসলিম বাংলার অপ্রকাশিত ইতিহাস
ঢাকার নওয়াব পরিবারের অবদান
ঊনিশ শতকের মধ্যভাগ থেকে পরবর্তী ১০০ বছর ধরে ঢাকার নওয়াব পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পূর্ববাংলার মুসলিম সমাজের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের নিকট অতীতের ইতিহাস নির্মাণে ও বাঙালি মুসলমানের সংস্কৃতি পরিমার্জনে ঢাকার নওয়াব পরিবারের অসামান্য অবদান রয়েছে।
ইংরেজ আমলে সরকারের সহায়তায় ঢাকার পৌর উন্নয়নসহ বহু জনকল্যাণমূলক কাজ করেন এই নওয়াবরা। নওয়াবদের নেতৃত্বে ঢাকার জনগণের জন্য পানি সাপ্লাই ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন, এতিমখানা প্রতিষ্ঠা, ট্রাস্ট ফান্ডের মাধ্যমে জনসেবা, চিকিৎসাকেন্দ্র ও হাসপাতাল নির্মাণ, ধর্মীয় ইমারত তৈরি, সেগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণসহ নানাবিধ উন্নয়ন কাজ পরিচালতি হয়।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নওয়াব সলিমুল্লাহর অবদান চির স্মরণীয়। এছাড়া শিক্ষা বিস্তারে বিভিন্ন স্থানে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছেন ঢাকার নওয়াবগণ।
নওয়াব পরিবারে সাহিত্য চর্চা, তাদের সঙ্গীত, নাটক, ফটোগ্রাফি, সিনেমা চর্চা, উৎসব পালন, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান ও মেলার আয়োজন, চারু ও কারুশিল্পের বিকাশে অবদানসহ জনগণের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করেছেন তারা। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় এবং ইতিহ্যবাহী ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার মাধ্যমে জনজীবনকে আপ্লুত করার নানা আয়োজন করেছেন ঢাকার নওয়াবগণ। চিত্ত বিনোদনের জন্য পার্ক, বাগানবাড়ি, চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছেন। শাহবাগ ও দিলখুশায় বাগানবাড়ি নির্মাণ এবং সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপ পরিচালনা করেছেন।
নওয়াব পরিবারের এতোসব অবদানের কথা আলোচিত হয়েছে এই গ্রন্থে যা পাঠকদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে বলে আমাদের ধারণা।