ড. এ এইচ দানী, আবু জাফর অনূদিত
আমার লেখা 'ঢাকা' গ্রন্থখানি বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ করার উদ্যোগে আমি খুশী হয়েছে। গ্রন্থখানি অনেক পূর্বে লেখা হয় যখন ঢাকা ছিল একটা প্রাদেশিক রাজধানী। কিন্তু বর্তমানে এ শহরের অনেক পরিবর্তন হয়েছে এবং ঢাকা হয়েছে বাংলাদেশের রাজধানী। নতুন এই রাজধানী শহরের ওপর একটা নতুন বই লেখার এখনই উপযুক্ত সময়। এতে শহরের লোকেরাই শুধু এ শহরকে জানার সুযোগ পাবে না, যারা বাইরে থেকে এ শহরে আসবেন তাঁরাও এ শহরকে জানার সুযোগ পাবেন।
মোগল যুগে বিশেষ করে সম্রাট জাহাঙ্গীরের সময় ঢাকা হয় একটি প্রদেশের রাজধানী, এখন তা একটা স্বাধীন দেশের রাজধানী। আমি আশা করি, এ শহর আরো উন্নত হবে এবং নতুন এই শহরকে দেখার জন্য সারা বিশ্বের লোক আকর্ষিত হবে, তাঁরা ঢাকার গুরুত্ব অনুধাবন করবেন। আমি আরও আশা করি যে, উপমহাদেশের পূর্বাঞ্চলে ঢাকা শহরকে আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে শহরের লোকজনই অগ্রণী ভূমিকা পালন করবেন।
ঢাকায় পুনরায় সফর করার ইচ্ছা আমার আছে। এ শহরের গৌরব তুলে ধরার ক্ষেত্রে সামান্য হলেও আমি যথাসাধ্য চেষ্টা করবো। ঢাকার জনগণকে আমি অভিনন্দন জানাই এ শহরের ঐতিহাসিক গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার জন্য ঐতিহাসিক এ গৌরব তাদেরই।
Title | কালের সাক্ষী ঢাকা |
Author | আবু জাফর |
Publisher | খোশরোজ কিতাব মহল লিমিটেড |
Last Edition | 1st Published, 2005 |
Number of Pages | 157 |
ISBN | 9844380197 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |