বিশ্বাসীরা আল্লাহ তায়ালার কাছে মাথা নত করে। সে দুঃখ বা অযাচিত পরিস্থিতির কাছে নতি স্বীকার করেনা। মানসিকভাবেও সে সুখী থাকে। কারণ সে জানে আল্লাহই একমাত্র সবকিছুর নিন্ত্রয়ক। জাগতিক মোহে তিনি কখনই অন্ধ হয়ে যান না। তিনি সবসময়ই আশাবাদী যে আল্লাহ তার জন্য এ পৃথিবী ও পরকাল উভয় স্থানেই আরও সুন্দর কিছু এবং মঙ্গলময় বরাদ্দ রেখেছেন। যে কোন পরিস্থিতিতে মুসলমানরা কখনো হতাশ হন না। বরং যে কোন পরিস্থিতি এমনকি কোন বিপদশঙ্কুল পরিস্থিতিতেও আল্লাহর প্রতি তাদের আনুগত্য আর বিশ্বাসকেই আরও মজবুত করে। তারা তাদের মানসিক স্থিতি আর সুখের জন্য ঐ পরিস্থিতিতেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করন। কারণ, তারা জানেন যে আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন। যদি তাদের সবকিছু শেষও হয়ে যায় তথাপি তারা সামান্যতম হতাশ না হয়ে ধৈর্য আর উৎসাহের সাথে সবকিছু নতুন করে শুরু করতে পারেন। উৎসাহ জন্ম নেয়, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের বালোবাসা, আল-কোরআন থেকে নেয়া তাদের শিক্ষা আর-এ পৃথিবী যে অস্থায়ী সে বিশ্বাস থেকেই। পরিস্থিতি যতই কষ্টকর আর কঠিন হোক না কেন বিশ্বাসীরা সব সময়ই তাদের প্রজ্ঞা, উদারত, আত্মসংযম আর সহনশীলতা দিয়ে তার মোকাবেলা করেন। বিরূপ পরিস্থিতিতেও আশাবাদী হয়ে উঠাই হচ্ছে তাদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল্লাহ তায়ালা নৈরাশ্যবাদীদের পছন্দ করেন না, তাদের সহায়তাও করেন না। কোরআন বলে, হতাশা অীবশ্বাসীদের চারিত্রিক বৈশিষ্ট। আল্লাহর সাহায্য, দয়া ও ক্ষমতাশীলতার প্রতি আস্থা হারিয়ে ফেলা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। হতাশ হতে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে। ধর্মীয় অবস্থানের জন্যই প্রত্যেক বিশ্বাসী শান্তিপূর্ণ জীবন যাপন করেন। অপরদিকে যারা আল্লাহর কাছে মাথা নত করেনি তারা আশাহীনতা, অস্থিরতা ও দুঃখের মধ্যে কালাতিপাত করেন। ফলে প্রত্যেক অবিশ্বাসীই বেঁচে থাকে দুঃখ, কষ্ট আর হতাশার মধ্যে। যারা কোরআনের বাণীকে বিশ্বাস করে, কোরআনের অনুসারী তাদের জন্য এ বইটি একটি উপদেশ। কোরআনকে আরো ভালো করে বোঝার একটি পথ।
Title | কোরআনে আশাহীনদের প্রতি আল্লাহ্ তায়ালার প্রতিশ্রুতি |
Author | হারুন ইয়াহিয়া |
Publisher | খোশরোজ কিতাব মহল |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |