বিশ্বের অন্তর্নিহিত কার্যধারা এবং চারদিকে বিরাজমান জৈব ও অজৈব অস্ত্র মিজাকে বস্তুনিচয়কে অনুসন্ধান ও অনুধাবন করলে যে কেউ স্রস্ষ্টার অপরিসীম জ্ঞানবতা, নৈপুণ্য ও ক্ষমতা সম্পর্কে নিঃসন্দেহ হবে।
"তিনিই একের উপর আরেককে স্থাপন করে সাতটি আসমান তৈরি করেছেন। মহান আল্লাহর সৃষ্টিতে মাত্রাজ্ঞানের কোন প্রমান দেখতে পাবেনা। আবার নজর ঘুরিয়ে দেশ। কোন খুঁত কি খুঁজে পেলে? - সুরা আল-মুলক-৩
এবার তাহলে মানুষ কে ভাবতে দাও- সে কি থেকে সৃষ্টি হয়েছে?
- সুরা আত-তারিক : ৫০
তারা কি উটের দিকে দৃষ্টিপাত করে না? এগুলো কিভাবে তৈরি ? এবং আকাশের দিকে তাকায়না কত উচ্চে তা স্থাপিত হয়েছে। এবং পর্বতমালা কিভাবে এগুলো দৃঢ়ভাবে নিবদ্ধ। এবং পৃথিবী? কিভাবে তা প্রসারিত।”
- সুরা আল-গাশিয়াহ:১৭-২
উপরোক্ত আয়াতসমূহ থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহ মানব জতিকে সৃষ্টির বিভিন্ন দিক পর্যবেক্ষণও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন- নভোমন্ডল, বৃষ্টিপাত, উদ্ভিদ, জন্তু জীবন, জন্মবৃত্তান্ত, ভৌগোলিক বিষয়বস্তু প্রভৃতি। এগুলো অনুসন্ধানের পন্থা বিজ্ঞানের মাধ্যমে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ মানুষের জন্য সৃষ্টি রহস্যের দ্বার খুলে দেয় এবং সেই সূত্রে আল্লাহর শাশ্বত জ্ঞান, নৈপুন্য ও শক্তি সম্পর্কে তার সম্যক ধারনা জন্মে। বিজ্ঞান আল্লাহ তায়ালাকে জানার একটি সঠিক মাত্রা।
Title | কোরআনের বৈজ্ঞানিক রহস্য |
Author | আবুল বাশার |
Publisher | খোশরোজ কিতাব মহল |
Last Edition | 1st Published, 2019 |
Number of Pages | 112 |
Binding Type | হার্ডকভার |
ISBN | 9844381967 |
Country | Bangladesh |
Language | বাংলা |