ফৌজদারী কার্যবিধি আইনের ভাষায় লেখা আছে। যা অনেকের কাছে বোধগম্য নয়। 'ফৌজদারী আদালতে মামলা পরিচালনা" গ্রন্থে আদালতে ফৌজদারী আইনের ব্যবহারিক দিকটি পরিস্ফুটিত করেছেন লেখক। তৌজদারী কার্যবিধিতে আদালত গঠনের কথা, আদালতের এসভিয়ার, শ্রেণী, ক্ষমতা ইত্যাদির কথা বলা আছে। ফৌজদারী কার্যবিধিতে তদন্ত থেকে শুরু করে ফৌজদারী মামলা পরিচালনার নিয়ম-কানুন, রায় ঘোষণা এবং তা কার্যকরী করার বিধান আলোচিত হয়েছে। বইটিতে শুধু যে ফৌজদারী আইনের পদ্ধতিগত দিক তুলে ধরা হয়েছে তাই নয় আইনের বিষয়ভিত্তিক দিকগুলোও তুলে ধরা হয়েছে। ফৌজদারী আইনের ব্যবহারিক দিকটিকে অধিকতর কার্যকর করার জন্য বিভিন্ন মামলা, দরখাস্ত ইত্যাদি গুসাবিদার চমৎকার মডেল সমূহও তুলে ধরা হয়েছে।
সুতরাং বইখানি বিচারকদের ফৌজদারী মামলার বিচারকার্যে যেমন সহায়তা করবে আইনজীবিদের আইন ব্যবসায়ে ও ততধিক সহায়ক হবে।