তামাদি আইনের ভাষ্য
তামাদি আইন সম্পর্কে ভাল জ্ঞান রাখার গুরুত্ব অপরিসীম। যে দাবি বা অধিকার সবদিক দিয়ে নিখুঁত, তামাদি সম্পর্কে চেতনার অভাবের কারণে সে দাবি বা অধিকার চিরকালের জন্য নষ্ট হয়ে যেতে পারে। কর্জ দেয়া টাকা আদায় করার জন্য বা বেদখল হওয়া জমি উদ্ধার করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আদালতে আশ্রয় নেয়া যায়; সেই সময়সীমা পার হলে ঐ টাকা আদায়ের বা জমি উদ্ধারের অধিকার তামাদিতে বারিত হয়ে যায়। তাই বিচারক বা আইনজীবির জন্য শুধু নয়, সকল সংসারী মানুষের পক্ষে তামাদি আইনের জ্ঞান থাকা উপকারী।
ইংরেজি ভাষায় তামাদি আইনের উপর অনেক গ্রন্থ আছে। সেগুলো থেকে আমি অকুণ্ঠভাবে অভিমত ও নজির আহরণ করেছি। বাংলা ভাষায় যেসব পুস্তক প্রকাশিত হয়েছে, তামাদি আইনের ধারা অনুবাদের ক্ষেত্রে আমি সেগুলো থেকে প্রচুর সাহায্য পেয়েছি। তাদের সকলের কাছে আমি ঋণী ।
আইনবিভাগীয় ছাত্র-ছাত্রীদের জন্য তামাদি আইন একটি অবশ্য পঠনীয় বিষয় । মূল তামাদি আইন কি তা না জেনে শুধু তামাদির বিবরণ পাঠে এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের জ্ঞান হওয়ার কথা নয়। এ বইখানি মূলত তাদের জন্য ; মূল আইন সম্পর্কে তাদের অবহিত করার জন্য ; সংক্ষিপ্ত ভাষ্যসহ আমি তামাদি আইনের বাংলা অনুবাদ পরিবেশন করেছি। মূলত ছাত্র ছাত্রীদের জন্য হলেও অন্যান্য আগ্রহী ব্যক্তিগণ এ বইখানি ব্যবহার করতে পারবেন, এই আশা রাখি ।
বইখানিকে সংক্ষিপ্ত আকারের মধ্যে রাখার জন্য ভাষ্যের মধ্যে যতটুকু বিবরণ দিলে ধারার অর্থটি কিছু পরিষ্কার হয় শুধু ততটুকু বিবরণ দিয়েছি।