নওয়াব স্যার সলিমুল্লাহ : ড. মোঃ আলমগীর
ঢাকার নওয়াব স্যার সলিমুল্লাহকে উপমহাদেশের মুসলিম জাগরণের অগ্রপথিক বলা হয়। তার শিক্ষা ও সমাজসংস্কার কার্যক্রম ছিল অত্যন্ত ব্যাপক। বিশেষ করে দীর্ঘদিনের ইংরেজ শাসন-শোষণে নিষ্পেষিত ও অধঃপতিত মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক নেতৃত্বের অঙ্গনে তার কল্যাণমুখী ভূমিকা প্রাদেশিকতার সীমা অতিক্রম করে সর্বভারতীয় পরিসরে বিস্তৃত হয়েছিল।
ভারতের ভাগ্যবিড়ম্বিত মুসলিম জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার উন্নয়ন, মাদরাসা শিক্ষার উন্নয়ন প্রভৃতি তার অনন্য অবদান। ১৯০৫ সালে ব্রিটিশ উদ্যোগে যে ‘বঙ্গভঙ্গ’ হয় তার পক্ষে সমর্থন দিয়েছিলেন নওয়াব সলিমুল্লাহ। উদ্দেশ্য ছিল কোলকাতা কেন্দ্রিক হিন্দু বুদ্ধিীবী ও জমিদারদের প্রভাব থেকে মুক্ত হয়ে পূর্ববাংলা যেন আপন গৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু বর্ণহিন্দুদের চক্রান্তে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে যায় তখন ব্যথা ভারাক্রান্ত হৃদয়ে তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন এবং তা প্রতিষ্ঠিত হয়।
উপমহাদেশের দরিদ্র-নির্যাতিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, ঢাকাসহ পূর্ববাংলার সামগ্রিক নেতৃত্বদানে নওয়াব সলিমুল্লাহর অবদান জাতি চিরদিন স্মরণ না রেখে পারবে না। এই মহান নেতার সমগ্র জীবন ও অবদান নিয়ে খোশরোজ কিতাব মহল লিমিটেড প্রকাশ করেছে এই চমৎকার গ্রন্থ— ‘মুসলমানদের শিক্ষা উন্নয়ন ও জীবন গঠনে নওয়াব স্যার সলিমুল্লাহ’। এই গুরুত্ববহ বইটি পাঠক সমাজের কদর লাভে ধন্য হতেই পারে।
Title | মুসলমানদের শিক্ষা ও সমাজ জীবনে নওয়াব স্যার সলিমুল্লাহ |
Author | ড. মোহাম্মদ আলমগীর |
Publisher | খোশরোজ কিতাব মহল লিমিটেড |
Last Edition | 1st, 2014 |
Number of Pages | 283 |
ISBN | 9844381177 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |