শুল্ক আইনের ভাষ্য
সরকার পরিচালনার জন্য অর্থের প্রয়োজন, সে অর্থ পাওয়া যাইবে কোথায় ? অর্থ সংগ্রহের অনেক উৎস আছে; তন্মধ্যে শুল্ক অন্যতম ।
যাহার নিকট অর্থ দাবি করা হয়, সেই ব্যক্তি দাবির সময় খুব যে আরাম পান, এমন বলা যায় না। তবুও এই দাবি মিটাইবার দায়িত্ব তাহার নৈতিক। সরকার কর্তৃক সরবরাহকৃত সুবিধা ভোগ করিব, কিন্তু তাহার খরচ মিটাইবার জন্য যে ক্ষুদ্র দায়িত্ব স্বাভাবিকভাবে চাপিল তাহা এড়াইবার চেষ্টা করিব, ইহা ভাল নহে । কিন্তু পাওনাদার, আইনের বাহিরে তাহার কিছু দাবি করা অসঙ্গত, আবার যিনি দেনাদার আইনে নির্দেশিত দাবি তাহা না মিটানো অসঙ্গত। সকল পক্ষের তাই আইনটি জানা আবশ্যক ।
এই পুস্তকে, আমার সকল ভাষ্যের ন্যায়, প্রথমে আইনের ধারা দিয়াছি, তাহার পর ভাষ্য ও নজির সংযোজন করিয়াছি । এই বই রচনা যখন শুরু করি, তখন চৌধুরী সাহেবের বই বাজারে আসে নাই, তাই ধারাগুলির অনুবাদ নিজেই করিতেছিলাম। ঐ বই পাইয়া দেখিলাম চৌধুরী সাহেবের অনুবাদ উৎকৃষ্ট। তাহার নিকট আমার ঋণ অনস্বীকার্য। ভাষ্য সংগ্রহ করিয়াছি নজিরের মাধ্যমে। অবশ্য ইহার অনুবাদ আমি নিজেই করিয়াছি ।
অনুবাদ, তাহা সে যত বড় পণ্ডিতের হউক না কেন, কোন প্রামাণ্যতার দাবি করিতে পারে না। তবুও বাংলাভাষায় কাজ চালাইবার জন্য এই ক্ষুদ্র প্রয়াস।