এ.কে ফজলুল হক, শের-এ-বাংলা বা বাংলার বাঘ নামে যিনি সকলের কাছে সুপরিচিত। তিনি ছিলেন বাংলার কীর্তিমান সন্তানদের মধ্যে অন্যতম। তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 1939 সনে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার ম্ধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য অধ্যায় শুরু হয়। তখন থেকে প্রায় চল্লিশ বছর ধরে তিনি ভারতীয় উপমাহাদেশের রাজনীতি বিশেষ করে বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক এবং বাংলার মুসলীম লীগ গ্রন্থখানি মূলত শের-ই-বাংলার জীবনী গ্রন্থ হলেও তদানীন্তন বাংলার রাজনীতির অর্থাৎ 1906-1947 সালের সময়কালের রাজনীতির এক অকাট্য দলিল বলে গণ্য করা যায়। ইতিহাস সমৃদ্ধ এ গ্রন্থখানি নিঃসন্দেহে সংগ্রহে রাখার মত।ঝকঝকে নিখুঁত ছাপা এবং সাশ্রয়ী মূল্যে বইখানি এখন দেশের সব বুক স্টলে পাওয়া যাচ্ছে। অনলাইনে সরাসরি অর্ডার করতে পারেন।
Title | শের-ই-বাংলা এ.কে.ফজলুল হক |
Author | ড . মোঃ এনামুল হক খান |