কত মানুষই তো পৃথিবীতে আসে, এমন মহাজীবন কতজন লাভ করতে পারেন? কতজনই বা যুগের পর যুগ টিকে থাকেন মানুষের অন্তরে। এমন সাধনাই বা কতজন করতে পারেন? এমনই মহাজীবন লাভ করেছিলেন যিনি, তিনি হাজী মহম্মদ মহসিন। বহু গুণের অধিকারী ছিলেন তিনি। সবকিছু ছাপিয়ে ‘দানবীর’ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন হাজী মহম্মদ মহসিন। সে কথা আমরা সবাই জানি। শিক্ষাক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান। এখনও তাঁর দানের ওপর নির্ভর করে চলছে অনেক সংগঠন ও প্রতিষ্ঠান। এছাড়া নিজে খোঁজখবর নিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করতেন। ১৭৬৯-১৭৭০ খ্রিস্টাব্দের সরকারি দলিল অনুযায়ী, তৎকালীন দুর্ভিক্ষের সময় তিনি বহু ‘লঙ্গরখানা’ স্থাপন করেছিলেন। এমনকি সরকারি তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছিলেন। জগৎজুড়ে দানবীর হিসেবে এই খ্যাতি লাভ খুব সহজ ছিল না। অনেক চড়াই-উৎরাই পার হয়ে তিনি এ খেতাব অর্জন করেছেন। বিলাসবহুল জীবনকে উপেক্ষা করে সাদামাটা জীবনযাপন করেছেন। পড়াশোনা, ভ্রমণ আর দানের নেশায় সংসারের কথাই ভুলে গেছেন। আজীবন রয়ে গেছেন অবিবাহিত।
Title | হাজী মহম্মদ মহসিন |
Author | সালাহ উদ্দিন মাহমুদ |
Publisher | খোশরোজ কিতাব মহল |
Translated By | সালাহ উদ্দিন মাহমুদ |
First Edition | 1st Published, 2023 |
Number of Pages | 34 |
Binding Type | (হার্ডকভার) |
ISBN | 9789849692195 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |