গাজী শামছুর রহমান
একদিন ছিল, যখন কোম্পানি গঠন দূরের কথা, সাধারণ ব্যবসায়- বাণিজ্যে বাঙালীর ভূমিকা ছিল একেবারেই নগণ্য। ওকালতি, ডাক্তারী, অধ্যাপনা এই সকল কর্মে বাঙালীর মাথা খেলিত কিন্তু ব্যবসায়-বাণিজ্য, শিল্প-কারখানা এবং কোম্পানি বা ফার্ম প্রভৃতি বিষয়ে বাঙালীর পদক্ষেপ ছিল ভীরু এবং কুণ্ঠিত। বাংলাদেশের কৃতী সন্তান আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বাঙালীর এই দুর্দশার জন্য গভীরভাবে দুঃখবোধ করিতেন ।
কিন্তু সেই অবস্থা এখন আর নাই। স্বাধীন বাংলাদেশে অনেক কোম্পানি গড়িয়া উঠিতেছে।
১৮৫০ সাল হইতে আরম্ভ করিয়া ১৯৩১ সাল পর্যন্ত এই বিষয়ে কতিপয় আইন প্রণীত হয়। বর্তমান আইন ১৯১৩ সালে প্রণীত । পরবর্তীকালে এই আইন সংশোধিত হইয়াছে কিন্তু ইহার মূল কাঠামো আজও অবিকল বিদ্যমান।
এই আইন ব্যাপকভাবে সংশোধিত হইবে, এই কথা শুনিয়াছিলাম যখন আইনটির ভাষ্য রচনার এক-তৃতীয়াংশ শেষ হইয়াছিল। তাই এই কাজ ফেলিয়া রাখিয়াছিলাম। দুইটি বৎসর গড়াইয়া গেল কিন্তু কিছুই হইল না। তাই পুনরায় অসম্পূর্ণ কর্ম হাতে লইয়া শেষ করিলাম ।
আমার প্রায় সমস্ত বইয়ে আমি যে ধারা অনুসরণ করিয়াছি, ইহাতেও সেই ধারা বজায় রাখিয়াছি। প্রথমে আইনের ধারার অনুবাদ দিয়াছি এবং পরে ভাষ্য পরিবেশন করিয়াছি। ভাষ্যগুলি উচ্চাদালতসমূহের নজিরের উপর ভিত্তি করিয়া রচিত হইয়াছে।
Title | কোম্পানি আইনের ভাষ্য |
Author | গাজী শামছুর রহমান |
Publisher | খোশরোজ কিতাব মহল লিমিটেড |
Last Edition | ২০১৮ |
Paper Type | অফসেট ৭০ গ্রাম সাদা কাগজ |
Binding Type | Hard cover |
ISBN | 984-438-1594-1 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |