ইতিহাস ও ঐতিহ্য, আহমেদ আমিন চৌধুরী
সাম্প্রতিককালে আমাদের দেশে স্থানীয়ভিত্তিক ইতিহাস চর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। দেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে এটা যে সুলক্ষণ তাতে সন্দেহ নেই। পণ্ডিতেরা একবাক্যে স্বীকার করেন, স্থানীয় ইতিহাস রচনা ছাড়া পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস রচনা সম্ভব নয়। স্থানীয় ইতিহাস বলতে জেলা, উপজেলা এমনকি একটি গ্রামেরও ইতিহাস বোঝাতে পারে। এ গ্রন্থটিতে গ্রাম থেকে জেলা পর্যায়ে বিভিন্ন স্থানের ইতিহাস, ঐতিহ্য, জাতি পরিচয় এমনকি প্রবাদ বাক্য, প্রচলিত ছড়া গান ইত্যাদির সংকলন করেছেন গ্রন্থকার। এদিক দিয়ে দেখলে গ্রন্থটির রচনাশৈলী যে প্রশংসনীয় তাতে সন্দেহ নেই ।
স্থানীয় ইতিহাস রচনা করা যতটা সহজ বলে মনে করা হয় আসলে ততটা সহজ কাজ নয়। স্থানীয় ইতিহাস রচনা করতে গেলে সংশ্লিষ্ট স্থানের সাথে সম্যক পরিচয় দরকার। এজন্য গ্রামে-গ্রামে ঘুরতে হয়, প্রবীণ লোকদের সাক্ষাৎ নিতে হয়, প্রাচীন রাস্তাঘাট, সেতু, ইমারত ইত্যাদি পরিদর্শন করতে হয়। আর এসব কাজ করতে গিয়ে ঐতিহাসিকের যে অনেক পরিশ্রম করতে হয় তা বলাই বাহুল্য ।
লেখক আহমেদ আমিন চৌধুরী বি. এ. ক্লাস পর্যন্ত ইতিহাস পড়েছিলেন । সুতরাং ইতিহাস সম্পর্কে তাঁর যথেষ্ট জ্ঞান আছে বলে ধারণা করা যেতে পারে । তাঁর পিতা জনাব আবদুল হক চৌধুরী একজন লব্ধপ্রতিষ্ঠ ঐতিহাসিক ও গবেষক। লেখক কর্মজীবনে পুলিশ বিভাগের একজন ঊর্ধ্বতন অফিসার, কিন্তু তিনি যে ইতিহাসের প্রতি অনুরাগ ত্যাগ করেননি সেটা সত্যি আশ্চর্যজনক। নিজের কর্তব্য কর্মের অবসরে সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে রচনাবলী নিয়ে তিনি সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের কৃতজ্ঞতাভাজন হয়েছেন ।
Title | ইতিহাস ও ঐতিহ্য |
Author | আহমেদ আমিন চৈৗধুরী |
Publisher | খোশরোজ কিতাব মহল |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |