কিছু স্মৃতি
আত্মকথা কিংবা স্মৃতিচারণমূলক বইও যে অনন্য হয়ে উঠতে পারে, পাঠকের মনকে গভীরভাবে আলোড়িত করতে পারে তারই প্রমাণ আলোচ্য স্মৃতিকথাটি। দেশ ও জাতির ভাগ্য বদলানোর দায়িত্ব যারা পালন করেন, দেশের স্বার্থকে ভূলুণ্ঠিত হতে দেখে তারা গভীর মর্মবেদনায় আচ্ছন্ন হন। স্মৃতির আখরে সেই সত্য উপলব্ধিগুলো তুলে আনেন বইয়ের পাতায়।
দেশের একজন উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ বিএম আব্বাস এ.টি বাংলাদেশের শুরু থেকে বিভিন্ন সরকারের আমলে পানি সম্পদ বিভাগে দায়িত্ব পালন করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত প্রধান নদীগুলোর ওপর ফারাক্কা বাঁধসহ বিভিন্ন বাঁধ নির্মাণ করে ভারত এদেশের নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলে পানি বণ্টন নিয়ে সৃষ্টি হয় জটিল পরিস্থিতি। ফারাক্কার মাধ্যমে ভারত আন্তঃদেশীয় নদীর পানি প্রত্যাহার করে নিয়ে এবং পানির ন্যায্য হিস্যা না দিয়ে এদেশের নদীবাহিত প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ওপর গভীর ক্ষত সৃষ্টি করে। যৌথ নদী কমিশনের বৈঠকসহ এ সংক্রান্ত বহু কার্যক্রমে দেশের স্বার্থ রক্ষায় আপ্রাণ চেষ্টা করে গেছেন এই বইয়ের লেখক দেশের স্বনামধন্য পানি বিশেষজ্ঞ জনাব বিএম আব্বাস এ.টি।
লেখক তার কর্মজীবনের সেইসব স্মৃতিকে বাস্তব ঘটনার মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। এ প্রসঙ্গে খোশরোজ কিতাব মহলের স্বত্ত্বাধিকারী প্রাজ্ঞ-প্রবীণ প্রকাশক মহীউদ্দীন আহমদ লিখেছেন— ‘তিনি চলিয়া গিয়াছেন অনন্তের পরপারে। আর ফিরিয়া আসিবেন না। কাজেই ফারাক্কার পানির দাবিতে দেশ-বিদেশের পত্র-পত্রিকায় বাংলাদেশের পক্ষে কোনো উচ্চকণ্ঠের ধ্বনি আর প্রতিধ্বনিত হইবে না। বিষয়বস্তুর গভীরতা দেশবাসী উপলব্ধি করিলেই তাহাদের চক্ষু আমার মতো অশ্রুসিক্ত হইবে এবং হৃদয়ের গভীরে এক মর্মযাতনা চিরকাল তাহাদের ব্যথিত করিবে।’
Title | কিছু স্মৃতি |
Author | বি. এম. আব্বাস এ. টি |
Publisher | খোশরোজ কিতাব মহল লিমিটেড |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |