বসন্ত কুমারী
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক হিসেবে ‘রত্নবতী’ উপাখ্যান উপহার দেয়ার পর মীর মশাররফ হোসেন নিয়ে এলেন নাটক। এবং এর মাধ্যমে তিনি হয়ে গেলেন বাংলা ভাষার প্রথম মুসলিম নাট্যকার। আজ থেকে দেড় শ’ বছর আগে (সেপ্টেম্বর, ১৮৬৯) রচিত এ নাটকের মাধ্যমে মীর মশাররফ হোসেন সাহিত্যের অঙ্গনে তার ব্যতিক্রমী পদচারণার স্বাক্ষর রেখেছেন।
নাটকটির প্রকাশকালে মুখবন্ধে তিনি লিখেন, নাটক রচনায় এই আমার প্রথম উদ্যম; ইহাতে নানা দোষ অবশ্যম্ভাবী। যে সকল দোষ আর যে সকল ভ্রম থাকিল, অনুগ্রহ পূর্বক মার্জনা করিয়া উৎসাহ প্রদান করিবেন, এই আমার প্রার্থনা।... কৃতার্থ হইলাম কিনা, সাধারণ সাহিত্য সমাজের বিচার্য। বক্তব্যে লেখকের স্বভাবজাত বিনয় প্রকাশ পেয়েছে। এই মহান এই সাহিত্য সাধকের কৌতূহলোদ্দীপক নাট্যগ্রন্থটি পাঠকের নাট্যরস আস্বাদনে যথার্থ ভূমিকা রাখবে বলে আমরা মনে করতেই পারি।
Title | বসন্ত কুমারী |
Author | মীর মশাররফ হোসেন |