দণ্ডবিধি সম্পর্কে সাধারণ আলোচনা
১৮৩৩ সনের চার্টার এ্যাক্টস-এর ক্ষমতাবলে ১৮৩৪ সনে প্রথম ল' কমিশন গঠিত হয়। এই কমিশনের চেয়ারম্যান ছিল লর্ড ম্যাকুলে। সদস্য ছিলেন মিঃ ম্যাকলিয়ড, মিঃ এন্ডারসন ও মিঃ মিলেট, তাঁহারা ১৮৩৭ সনের ১৪ অক্টোবর গভর্নর জেনারেলের নিকট দণ্ডবিধির একটি খসড়া পেশ করিয়াছিলেন যাহা ম্যাকুলে কোড নামেও অবহিত ছিল। ১৮৬০ সনের পূর্ব পর্যন্ত ম্যাকুলে কোড আইন হিসাবে স্বীকৃতি পায় নাই। এই কমিশন দণ্ডবিধির খসড়া প্রণয়নকালে ব্রিটিশ ও ভারত উপমহাদেশীয় আইন, লিভিং স্টোনের কোড অব লুসিয়ানা, কোড অব নেপোলিয়নের ধারাসমূহ পর্যালোচনা করিয়াছিলেন। এই খসড়া আইনটিকে পর্যালোচনা করার জন্য কলকাতার তদানীন্তন বিচারপতি স্যার বার্ণেস পিকক-এর নেতৃত্বে এবং কয়েকজন বিধানসভার সদস্য লইয়া আরেকটি কমিশন গঠিত হইয়াছিল। ১৮৫৬ খ্রিস্টাব্দে দণ্ডবিধির খসড়া বিল বিধান সভায় উপস্থাপন করা হইলে দীর্ঘ চার বৎসর পর্যন্ত বিতর্ক ও বিশ্লেষণের পর ১৮৬০ সনের ৬ অক্টোবর খসড়াটি বিধানসভা কর্তৃক আইনে পরিণত হয় এবং ইহার মাধ্যমে উপ-মহাদেশে অতীতে জারিকৃত সমস্ত ফৌজদারী আইনের বিধি, রেগুলেশন ও আদেশ বাতিল ঘোষিত হয়। ১৮৬২ সনের ১ জানুয়ারি হইতে Indian Penal Code নামে এই আইনটি কার্যকরী হয়। যাহা ১৯৪৭ সনে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হইলে ধারাবাহিকতা অনুযায়ী Pakistan Penal Code এবং ১৯৭১ সনে বাংলাদেশের জন্মের পর ১৯৭২ সনের ২২ মে প্রেসিডেন্টের ৪৮ নং আদেশ বলে দণ্ডবিধি (Penal Code) একটি স্থায়ী আইন হিসাবে বাংলাদেশে প্রচলিত রহিয়াছে।
Title | দণ্ডবিধি |
Author | মুহাম্মদ সাইফুল আলম |