অপরাধ নিয়ন্ত্রণ দমন, তদন্তকরণ, অপরাধী সনাক্তকরণ, রেকর্ড সংরক্ষণ

অপরাধ নিয়ন্ত্রণ দমন, তদন্তকরণ, অপরাধী সনাক্তকরণ, রেকর্ড সংরক্ষণ

সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ (Cyber Crime) এমন একটি অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। কম্পিউটার একটি অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বা এটা নিজেই লক্ষ্য হতে পারে। দেবারতি হালদার  কে জয়শংকর সাইবার অপরাধকে সংজ্ঞায়িত করেছেন "আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্কযেমন ইন্টারনেট (চ্যাট রুমইমেলনোটিশ বোর্ড  গ্রুপএবং মোবাইল ফোন (এসএমএস / এমএমএসব্যবহার করেঅপরাধমূলক অভিপ্রায়ে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মানহানিকিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতিবা ক্ষতির কারণ হওয়া"

 ধরনের অপরাধ একটি জাতির নিরাপত্তা  আর্থিক স্বাস্থ্য হুমকি হতে পারে। আইনগত বা আইনবহির্ভূতভেবে বিশেষ তথ্যসমূহ বাধাপ্রাপ্ত বা প্রকাশিত হলে গোপনীয়তার লঙ্ঘন ঘটে। হ্যাকিংকপিরাইট লঙ্ঘনশিশু পর্নোগ্রাফির মতো অপরাধগুলো বর্তমানে উচ্চমাত্রা ধারণ করেছে। লিঙ্গের ভিত্তিতে দেবারতি হালদার  কে জয়শংকর নারীর প্রতি সাইবার অপরাধকে সংজ্ঞায়িত করেছেন, "ইন্টারনেট  মোবাইল ফোনের আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করেইচ্ছাকৃতভাবে মানসিক এবং শারীরিক ক্ষতির উদ্দেশ্যে নারীর প্রতি অপরাধ" আন্তর্জাতিকভাবেরাষ্ট্রীয় বা -রাষ্ট্রীয় সত্তা কর্তৃক গুপ্তচরবৃত্তিআর্থিক প্রতারণাআন্তঃসীমান্ত অপরাধকিংবা অন্তত একটি রাষ্ট্রের স্বার্থ জড়িত এরূপ বিষয়ে হস্তক্ষেপজনিত সাইবার অপরাধকে সাইবার যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। 

Suggested Blogs

Related products