বাংলাদেশের শরীয়ত প্রয়োগ আইনে বলা হয়েছে, মুসলিম ব্যক্তি ও পরিবারকে যে সকল বিষয় স্পর্শ করে সেসব বিষয়ে শরীয়তের বিধান প্রযুক্ত হবে। ছয়টি প্রসিদ্ধ ও বিশুদ্ধ হাদীস গ্রন্থের হাদীসসমূহ ইসলামী আইন বিশ্লেষণের প্রধান উৎস। এছাড়া রয়েছে ইসলামী আইনে বিশেষজ্ঞ ও ফকীহগণের রচিত অসংখ্য গ্রন্থ।
সেসবের মধ্যে উল্লেখযোগ্য— হিদায়া, শরহে বেকায়া, ফাতওয়ায়ে আলমগীরী, ফাতাওয়ায়ে শামী, বাদাউস সানায়, দুররুল মুখতার, দুররে মহতার, কানজুদ দাকায়েক, ফাতাওয়ায়ে কাজীখান, ফাতহুল কাদীর প্রভৃতি। এসব হাদীস ও ফিকাহ গ্রন্থের অধিকাংশই ক্রমে বাংলা ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে বেশ কিছু ইসলামী আইন এদেশে আগে থেকেই বিধিবদ্ধ হয়ে আছে।
আল্লাহর দেয়া বিধানের আলোকে এবং রাসূলুল্লাহ (সা.)-এর বাস্তাবয়ন অনুযায়ী সেসব আইন মুসলিম সমাজে প্রয়োগের ক্ষেত্রে ইসলামী জ্ঞানে ও আইনে পারদর্শী ব্যক্তিত্বের অভাব রয়েছে আমাদের দেশে। এ কারণে বিধিবদ্ধ ইসলামী আইনের সঠিক ব্যাখ্যা তথা ভাষ্য হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আইন অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্ব গাজী শামছুর রহমানের হাতেই এ কাজ সম্পন্ন হয়েছে।
গ্রন্থখানিতে সন্নিবেশিত অধ্যায়গুলোর দিকে দৃষ্টিপাত করে দেখতে পাই— পারিবারিক আদালত বিধিমালা, মুসলিম পারিবারিক আইন বিধিমালা, মুসলিম বিবাহ ও তালাক (রেজি.) আইন, মুসলিম বিবাহবিচ্ছেদ আইন, মুসলিম ব্যক্তিগত আইন (শরীয়ত) প্রয়োগ আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন ১৯৮০, অভিভাবক ও প্রতিপাল্য আইন, নারী নির্যাতন আইন, নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন ১৯৯৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ ও ২০১৩ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
আইন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের চাহিদা পূরণে এই গ্রন্থটি নিঃসন্দেহে প্রয়োজনীয় হিসেবে বিবেচিত হবে।
Title | মুসলিম পরিবার আইনসমূহের ভাষ্য |
Author | গাজী শামছুর রহমান |
Publisher | খোশরোজ কিতাব মহল লিমিটেড |
Last Edition | ২০২০ |
Number of Pages | ২৯২ |
Paper Type | অফসেট ৭০ গ্রাম সাদা কাগজ |
Binding Type | Hard cover |
ISBN | 984-438-099-7 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |