আবু জাফর সম্পাদিত
ব্রিটিশদের ঘৃণ্য ঔপনিবেশিক শাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে বাঙালী মুসলমান যখন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চরমভাবে অধঃপতিত, এমন সময়ে ১৮৬৮ সালে ২৪ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন এক ক্ষণজন্মা মুসলিম ব্যক্তিত্ব। পরাধীনতার জিঞ্জির ভেঙ্গে বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবনপাত করেছিলেন, এ দেশের অধঃপতিত জনগোষ্ঠীকে জ্ঞান, শিক্ষা, আত্মসম্মান ও স্বাধীনতার চেতনায় যারা উজ্জীবিত করে জীবনপন সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন, তাদেরই এক অন্যতম তূর্যবাদক ছিলেন মওলানা আকরম খাঁ।
তাকে বলা হয় অবিভক্ত ভারতে মুসলিম সাংবাদিকতার পথিকৃত। মাসিক ‘মোহাম্মদী’ পত্রিকার সম্পাদক হিসেবেই মওলানা আকরম খাঁর কর্মজীবনের সূচনা। তারপর মুসলিম জনগোষ্ঠীর প্রাণের পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রতিষ্ঠা করে গণজাগরণের এক বিশাল অনুষঙ্গ তৈরি করেছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি লেখক হিসেবে গভীর গবেষণা ও পাণ্ডিত্যের মাধ্যমে জাতিকে দিক-নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক নেতৃত্বের আসনেও তার রয়েছে অনেক বড় ভূমিকা। মওলানার অসামান্য দেশপ্রেম, পাণ্ডিত্য, নীতি-আদর্শের প্রশ্নে আপোসহীন সংগ্রাম আর সাংবাদিকতার জগতে অগ্রণী ভূমিকা— সর্বমহলে সমাদর লাভ করেছে। তাই তো তার কর্মমুখর জীবন ও অবদানের উপর বিদগ্ধজনেরা অনেক মূল্যবান কথা বলেছেন।
প্রায় শতবর্ষের এক মহান জীবনে মাওলানা আকরম খাঁ জাতিকে যা দিয়ে গেছেন, তার মূল্যায়ন জাতি করতে পারেনি। কিন্তু জাতি হিসেবে সমুন্নত হতে হলে জাতির কৃতি সন্তানদের অবদানকে জানা ও মূল্যায়ন করা একান্তই অপরিহার্য। মওলানা আকরম খাঁর মতো ক্ষণজন্মা ব্যক্তিত্বের অবদান সম্পর্কে গুণীজনেরা যা কিছু লিখে গেছেন সেসব রচনা এক মলাটে আবদ্ধ করে ‘মওলানা আকরম খাঁ’ গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন বিশিষ্ট অনুবাদ ও লেখক আবু জাফর। সুসঙ্কলিত সুসম্পাদিত এই মূল্যবান গ্রন্থটি ইতিহাসের একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা প্রত্যাশা করি।
Title | মওলানা আকরম খাঁ |
Author | আবু জাফর |