রাজভবন থেকে বঙ্গভবন একটি ইতিহাস আশ্রিত গ্রন্থ। ব্রিটিশ ভারতের বড়লাট লর্ড কার্জনের সময় 1905 সালে বিশাল বাংলা ভেঙে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে যে নতুন প্রদেশ গঠন করা হয় তার রাজধানী হয় ঢাকা। নতুন প্রদেশটির কার্যক্রম শুরু হয় ওই বছরের 16 অক্টোবর। কার্যক্রম শুরু করেই ঔপনিবেশিক কর্তৃপক্ষ সমস্যার সম্মুখিন হন। প্রদেশের শাসনকর্তা ছোটলাট (লেফটেন্যান্ট গভর্নর) এর কার্যালয় সহ আবাসিক ভবন নির্মাণ আশু প্রয়োজন হয়। সমস্যার সমাধানে এগিয়ে আসেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। তাদের দিলখুশা বাগান বাড়িতে ছোটলাটের প্রশাসনিক দফতর ও আবাসিক ভবন নির্মাণ করা হয় এবং 1906 সালের 18 জানুয়ারী ওই ভবনে প্রবেশ করেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম ছোটলাট স্যার জোশেফ ব্যামফিল্ড ফুলার।
1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকা আর রাজধানী থাকে না, গভর্নমেন্ট হাউজও হারিয়ে ফেলে তার প্রাদেশিক প্রশাসনের প্রাণকেন্দ্রের মর্যাদা। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকা আবার তার পূর্ব মর্যাদা ফিরে পায়। গভর্নমেন্ট হাউজও পূর্ব গৌরবে পূনঃপ্রতিষ্ঠিত হয় গভর্নর হাউজ রূপে। এখান থেকেই দাফতরিক কর্মকাণ্ড শুরু করেন পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর স্যার ফ্রেডারিক চার্লমার বোর্ন।
কালের পরিক্রমায় ইতিহাসের পট পরিবর্তন ঘটে। 1971 এর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান পর্বের অবসান ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়; গভর্নর হাউজ রূপান্তর হয় বঙ্গভবনে। গত 100 বছর ধরে এই বঙ্গভবন এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতি কর্মকাণ্ডের মূর্ত প্রতীক হয়ে ওঠে।
কালের সাক্ষী বঙ্গভবন। জন্মলগ্ন থেকে হাল আমল পর্যন্ত এই ভবনকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনার ইতিবৃত্ত আকর্ষণীয় ভঙ্গিতে বর্ণনা করেছেন লেখক আবু জাফর। কাহিনীকে যথাযথ ঐতিহাসিক প্রেক্ষাপটে উপস্থাপনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশকে সমৃদ্ধ ঐতিহ্যের ধারক নির্দেশ করে এ গ্রন্থ রচনার সূত্রপাত করেন।
Title | রাজভবন থেকে বঙ্গভবন |
Author | আবু জাফর |
Publisher | খোশরোজ কিতাব মহল লিমিটেড |
Last Edition | 1st Edition, 2006 |
Number of Pages | 515 |
ISBN | 9844380111 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |