রত্নবতী
বাংলা ভাষার প্রখ্যাত লেখক সুসাহিত্যিক মীর মশাররফ হোসেন মুসলিম ইতিহাসের বিষয়কে উপজীব্য করেছেন তার সাহিত্যে। তার রচিত কিংবদন্তিতুল্য ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থটি একসময় বাংলার ঘরে ঘরে পঠিত হতো। তার ‘রত্নবতী’ উপন্যাসটি ‘একটি কৌতুকাবহ গল্প অবলম্বনে’ রচিত হয়েছে বলে লেখক উল্লেখ করেছেন। ধন শ্রেষ্ঠ না জ্ঞান শ্রেষ্ঠ?— এই বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেখা দেয় এক রাজ্যের রাজপুত্র ও মন্ত্রিপুত্রের মধ্যে। ঘটনাক্রমে তারা দু’জন ছিলেন একান্ত অন্তরঙ্গ বন্ধু। দু’জনের কেউই যুক্তিতে অন্যকে হারাতে পারছিলেন না। অবশেষে এই সংকটের সমাধান করতে তারা সিদ্ধান্ত নেন— একজন পশ্চিমে ও অপরজন পূর্বদিকে গমন করবেন এবং এই বিষয়ের সুস্পষ্ট অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না। শেষ পর্যন্ত দুই বন্ধুর কঠিন সফর সমাপ্ত হয় ওই প্রশ্নের সুস্পষ্ট সমাধানের মাধ্যমে। অবশেষে ধন-সম্পদের শ্রেষ্ঠত্ব মানা রাজপুত্রের ভুল ভাঙ্গে। জ্ঞান জয়ী হয়। হৃদয়গ্রাহী এমন চমৎকার ঘটনাকে কেন্দ্র করে মাত্র ৪০ পৃষ্ঠার এ উপাখ্যানটি খোশরোজ কিতাব মহলের একটি সুখপাঠ্য উপহার।
Title | রত্নবতী |
Author | মীর মশাররফ হোসেন |