সায়্যিদ কুতুব
বর্তমান বিশ্বের বিপ্লবী চিন্তানায়ক মিসরীয় লেখক সায়্যিদ কুতুব শহীদের সবচেয়ে মূল্যবান লেখনি হলো তার তাফসীরগ্রন্থ ‘ফী যিলালিল কুরআন’। এই তাফসীরের অনন্য বৈশিষ্টের কারণে বিশ্বের বিশেষজ্ঞ আলেমগণ এর প্রশংসা করেছেন। এটি কোনো গতানুগতিক তাফসীর নয়। এর লিখন পদ্ধতি সম্পূর্ণ স্বতন্ত্র। তাফসীরকার এখানে সমস্ত প্রসিদ্ধ তাফসীরের সাহায্য নিয়েছেন এবং তা থেকে গৃহীত তথ্য নিজের তাফসীরে দক্ষতার সাথে সামিল করেছেন যাতে এটি একটি তথ্যের বিশ্বকোষে পরিণত হয়েছে।
এছাড়া কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে এ তাফসীর গ্রন্থের। যেমন— ১. ইসরাঈলিয়াত তথা ইসরাইলি বর্ণনা থেকে কিতাবটি সম্পূর্ণ মুক্ত। ২. বিভিন্ন মাযহাবের আন্তঃবিবাদ থেকে তাফসীরটি সম্পূর্ণ মুক্ত। ৩. প্রতিটি বিষয় বিস্তারিত ও পূর্ণাঙ্গভাবে আলোচিত হয়েছে, ফলে এটি পাঠ করার পর পাঠক পরিতৃপ্ত হয়ে যায়। ৪. তাফসীরখানিতে এমন এক নির্মল ও পবিত্র জীবন চেতনা ও জীবনীশক্তির উপস্থিতি পাওয়া যায় যা ঈমান ও আনুগত্যের সম্পদে ভরপুর। এই বৈশিষ্ট একে এক স্পন্দনশীল ও গতিশীল আন্দোলনমুখর জীবনের গাইডবুক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৫. এটি একটি বিজ্ঞানসম্মত তাফসীর। এতে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের তথ্যাবলীকে কুরআনী চিন্তার অধীন ও অনুগত প্রমাণ করা হয়েছে। ৬. এটি পাণ্ডিত্যপূর্ণ ও গভীর চিন্তাপ্রসূত তাফসীর। এতে কুরআনের আয়াতসমূহের শিক্ষা অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ রীতিতে আলোচনা করা হয়েছে, যাতে করে জাহিলি ও পাশ্চাত্য চিন্তাধারার অন্তসারঃশূন্যতা সুস্পষ্ট হয়ে ওঠে।
এমনি আরো অনেকগুলো বৈশিষ্টে ভরা তাফসীর ‘ফী যিলালিল কুরআন’ সকল কুরআন পাঠকের জ্ঞান-পিপাসা মিটিয়ে তাদেরকে সত্য ও সুন্দরের দিশা দিতে সক্ষম এক আলোকিত গ্রন্থ। দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও চমৎকার বাঁধাই সম্বলিত গ্রন্থটি নিয়ে এসেছে ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘খোশরোজ কিতাব মহল লিমিটেড’।
Title | ফী যিলালিল কুরআন |
Author | মাওলানা মোহাম্মদ মূসা , সায়্যিদ কুতুব শহীদ |
Publisher | খোশরোজ কিতাব মহল |
Country | Bangladesh |
Language | বাংলা |