মহান আল্লাহর প্রেরিত মহান বান্দাহ ও রাসূল ইবরাহীম (আ.)। তিনিই মুসলিম উম্মাহর প্রতিষ্ঠাতা জনক। আল্লাহ তা‘আলা তাঁকে অনেক অগ্নি পরীক্ষায় অবতীর্ণ করে সেসব পরীক্ষায় সফলকাম করিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ন্যায়নিষ্ঠ, আল্লাহতে নিবেদিতপ্রাণ মহান চরিত্রের অধিকারী এই মহান ব্যক্তিত্ব আল্লাহ তা‘আলার অত্যন্ত প্রিয়ভাজন ও ভালোবাসার পাত্র ছিলেন।
আল্লাহ আমাদের প্রাত্যহিক জীবনে তাঁর আদর্শকে প্রতিফলিত করার জন্যে নামায, হজ্জ, উমরাহ, তাওয়াফ, সাঈ, কংকর নিক্ষেপ ও কোরবানির স্মৃতিসহ তাঁর জীবনাদর্শকে আমাদের আওতাভুক্ত করে দিয়েছেন। এই মহান ব্যক্তিত্বের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা থেকে মাওলানা আ ন ম আবদুল মান্নান ‘হযরত ইবরাহীম (আ)’ গ্রন্থটি রচনা করেছেন। মূর্তিপূজায় আচ্ছন্ন সমাজে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার নজিরবিহীন সংগ্রাম সাধনা করেছেন তিনি। তাঁর তাওহীদের শক্তির প্রতাপ সহ্য করতে না পেরে তখনকার বাদশাহ নমরুদ তাঁকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। এছাড়া আরো অনেক কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে আল্লাহর প্রতি নিরঙ্কুশ ঈমান ও বিশ্বাসের প্রমাণ প্রতিষ্ঠা করেছেন। তাঁর অবচিল সত্যপন্থী জীবনের মহৎ আদর্শ সম্পর্কে জানতে এই বইটি পাঠ করা প্রয়োজন।